মানবাধিকার সংগঠক ও রাজনীতিবিদ খোরশেদ ফারুকীকে হত্যার উদ্দেশ্যে হামলার তীব্র নিন্দা

গত ২৭ অক্টোবর ২০২৪ খ্রি. রবিবার দিবাগত রাতে নগরের বহদ্দারহাটস্থ বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স অফিস থেকে বাসায় যাওয়ার পথে এশিয়ান হাউজিং সোসাইটির সামনে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখার দফতর সম্পাদক, বিশিষ্ট বীমাবিদ, ইসলামী মূল্যবোধ ও বাংলাদেশী জাতীয়তাবাদী রাজনীতির পরিচ্ছন্ন ব্যক্তিত্ব খোরশেদ আলম ফারুকীকে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সংস্থার সভাপতি মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম আজাদ।
পাঁচলাইশ থানায় রজু করা এ মামলার প্রধান আসামী রাউজানের কুখ্যাত সন্ত্রাসী হৃদয়মিত্র সুমন

প্রধান আসামী হৃদয়মিত্র সুমনের দ্রুত গ্রেফতার দাবী

ও তার সহযোগিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য মানবাধিকার রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখার এক্সিকিউটিভ কমিটি, প্যানেল ল’ইয়ার, প্যানেল মেডিয়েটর, ইউনিয়ন শাখাগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিরা জোর দাবী জানিয়েছেন।

সংস্থার কেন্দ্রীয় দফতর, জেলা, মহানগর ও পৌরসভা শাখার প্রতিক্রিয়া :
মানবাধিকার জাতীয় পরিষদের মহাসচিব ডা. মোজাহেরুল হক, ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক, শাখা পরিচালক মো. সিরাজুল ইসলাম, চট্টগ্রাম জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আজমল হক, সাধারণ সম্পাদক এম. মুখলিসুর রহমান ফরহাদী, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন, রাঙ্গুনিয়া পৌরসভা শাখার সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম পৃথক পৃথক বিবৃতিতে মানবাধিকার সংগঠক খোরশেদ আলম ফারুকীকে হত্যার উদ্দেশ্যে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। মানবাধিকার নেতৃবৃন্দ মর্মান্তিক ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের জোর দাবী জানান।প্রেস বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন