
মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলা যুবদলের উদ্যোগে ভালুকা নতুন বাসস্ট্যান্ড এলাকায় মেডিক্যাল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্যাহ চৌধুরী, মাজহারুল ইসলাম, মাহমুদুর রহমান, সিদ্দিকুর রহমান, লুৎফর রহমান, আল মামুন সরকার ও সারোয়ার জাহান কামাল প্রমূখ। মেডিক্যাল ক্যাম্পে প্রায় সহস্রাধিক রোগীকে ফ্রি ব্লাড টেস্ট ও বিভিন্ন রোগের ব্যবস্থাপত্র প্রদান করা হয়। ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন, ডাক্তার আব্দুল্লাহ আল আজাদ, আব্দুল্লাহ আল ফাহাদ, মোস্তাফিজুর রহমান রানা, ডাক্তার শামীম ইসলাম ও ফারহানা মুজিব মৌরী। ক্যাম্পে সহযোগীতা করেন, স্থানীয় সেবা হাসপাতালের মালিক মো: লুৎফর রহমান প্রমুখ।