
মোহাম্মদ রবিউল হাসান
মনে হয় তোমার দেওয়া
অভিশাপ যেন লেগেছে আমার ।
তাই তো আমার সাথে
অনেক খারাপ কিছু হচ্ছে ।
তুমি একটু কালো বলে,
আমি তোমাকে অবহেলা করতাম ।
যখন তখন মনে হলে
আমি তোমাকে গালিগালাজ করতাম ।
তবুও তুমি কোনোদিন বরং
বেশি পরিমাণ রাগ করতে না,
বরং তুমি খুশি হতে
আমার দেওয়া গালিগালাজ শুনে ।
অন্যের কথা শুনে আমি
তোমার সাথে আমি সম্পর্ক
নষ্ট করার চেষ্টা করি ।
বেশ কিছুদিন আমার কাছে
এসে তুমি বলতে চেয়েছো,
ছিলো যত মনের কথা ।
আমি তোমাকে ধুর ধুর
করে ফিরিয়ে দিয়েছি ।
তোমার যখন বিয়ে ঠিক
তখন আমার কাছে এসে
অনুরোধ বরং করেছিলে তুমি,
এ বিয়ে ভেঙ্গে দেওয়ার ।
তোমার কথা না শুনে
বরং আমি সেদিন তোমাকে,
তোমার মাকে গালিগালাজ করি ।
কান্না কণ্ঠে বলে গেলে
আমার সাথে যেমন করলে,
ঠিক বরং তোমার সাথেও
একদিন এমন ঘটনা ঘটবে,
আমি কিন্তু বলে গেলাম ।
সেদিন হয়তো বুঝবে তুমি,
আমি তোমাকে বরং কতটা
ভালোবেসে ছিলাম হৃদয় দিয়ে ।
এক বছর পর আবার
এক মেয়ের সাথে বরং
আমার সম্পর্ক হয়ে গেল ।
সম্পর্ক প্রথম ভালোই ছিল ।
কিন্তু আমি তোমার সাথে
বরং সেসব কর্মকান্ড করেছিলাম,
ঠিকই তেমন কর্মকান্ড করে
আমাকে ফেলে অন্য কাউকে
সে সঙ্গী করে নিলো ।
লোকের মুখে শুনেছি আমি
যেমন কর্ম তেমন ফল ।
তেমনি আমার সাথে ঘটলো ।