অবশেষে র‍্যাবের সাবেক ডিজি হারুনসহ ৩ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

নিজস্ব প্রতিনিধি : অবশেষে র‍্যাবের সাবেক ডিজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদসহ ৩ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তবে এখনও বহু পুলিশ কর্মকর্তা যারা ছাত্র-জনতাকে হত্যার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বহাল তবিয়তে রয়েছে। পুলিশ সদর দফতরসহ পুলিশের বিভিন্ন ইউনিটে ইউনিট প্রধান হিসেবেও তারা দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে পুলিশের এ তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন- পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মো. হারুন অর রশিদ, হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. শাহাবুদ্দিন খান ও ট্যুরিস্ট পুলিশ ঢাকায় সংযুক্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (সুপারনিউমারারি) ড. খ. মহিদ উদ্দিন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর দেওয়া হলো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুসারে অবসরপরবর্তী সুবিধা পাবেন। এর আগে গত ২২ সেপ্টেম্বর তিন অতিরিক্ত আইজিপিসহ ৭জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। সবমিলিয়ে ৫ আগস্টের পর নতুন রাজনৈতিক পরিস্থিতিতে পুলিশের অন্তত ৩৪ জন শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো।ই

মন্তব্য করুন