কবিতা:_”এমন একটা সরকার চাই”_

~~~মো:ওসমান হোসেন সাকিব
তারিখ:_(০৭-১০-২০২৪)ইং

__________________________________
এমন একটা সরকার চাই!
যেথায়;
সরকার হবেন গণতন্ত্রমুখী
জনগণ হবে তারই উৎস,
রাজা-প্রজার মেলবন্ধন
ঘটবে সেথায় নিরঞ্জন।

এমন একটা সরকার চাই!
যেথায়;
ধনী-গরিব বৈষম্যের রেশ
থাকবে না দেশ ও সমাজে বেশ,
সর্বক্ষেত্রে যোগ্যতার হবে মূল্যায়ন
দেশ হবে আপামর জনসাধারণের।

এমন একটা সরকার চাই!
যেথায়;
ঘুষ হবে নিরুদ্দৈশ
প্রতিনিধি হবে নির্বাচিত,
আইন হবে জনতার
সন্ত্রাসী কর্মকাণ্ড হবে শাস্তিতুল্য।

এমন একটা সরকার চাই!
যেথায়;
অসাম্প্রদায়িক চেতনায় গড়বে দেশ
দূর্নীতি হবে প্রতিরোধ,
বিচার বিভাগ হবে স্বাধীন
জনগণ পাবে ন্যায়বিচারের আশ্বাস।

এমন একটা সরকার চাই!
যেথায়;
দ্রব্যমূল্যের থাকবে না ঊর্ধ্বগতি
সিন্ডিকেটকারীর হবে চরম শাস্তি,
জনগণের নাগালে থাকবে নিত্যপণ্যের দাম
ঘুঁচবে দরিদ্র ও বস্তিবাসীর হাহাকারের গুঞ্জন।

এমন একটা সরকার চাই!
যেথায়;
জুলাই এর বিপ্লব বৃথা যাবেনা
অধিকারের প্রশ্নে আসবে নায্যতা,
নিরুৎসাহিত হবে গণহত্যার মত ভয়াল কাজে
‘রাজাই-প্রজা’ নীতির হবে উদ্ভাবন।

এমন একটা সরকার চাই!
যিঁনি আসলে;
অন্যায়-অবিচার রুখবে বেশ
সুশাসনের বুলি উড়বে পুরোদেশ,
দূর্বার গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ।।
_______________________________________
শিক্ষার্থী:__গাছবাড়ীয়া সরকারি কলেজ,ব্যবস্থাপনা বিভাগ।

মন্তব্য করুন