ছাত্র-জনতা হত্যাকারীদের গ্রেফতারে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার করেছে তাদেরকে গ্রেফতার করতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম (অবঃ) আজ শনিবার বিকাল ৪ টায় উত্তরা ৪ নং সেক্টর এপিবিএন হেডকোয়ার্টারে শহিদ মীর মুগ্ধ এর স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে মীর মুগ্ধ ভবনের উদ্বোধন করা হয়। এ সময় এপিবিএন স্কুল এন্ড কলেজের প্রবেশ তোরণ উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ)।

শহীদ মুগ্ধের স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
উপস্থিত ছিলেন,পুলিশ প্রধান (আইজিপি) মইনুল ইসলাম ও এপিবিএন প্রধান এডিশনাল আইজিপি সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর।
আরো উপস্থিত ছিলেন উত্তরা বিভাগের উপ- পুলিশ কমিশনার রওনক জাহান।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, জুলাই ২৪ গণহত্যায় জড়িত পালিয়ে থাকা সাবেক এমপি-মন্ত্রীসহ যাদের নামে মামলা হয়েছে, তাদের অবস্থান শনাক্ত করতে সাংবাদিকদের আরো বেশী অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে হবে । নিরীহ ছাত্র- জনতা হত্যাকারীদের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

আজ শ‌নিবার বি‌কে‌ল ৪টায় এ‌পি‌বিএন সদর দপ্ত‌রে এ‌পি‌বিএন স্কুল এন্ড ক‌লে‌জে শহীদ শহিদ মীর মুগ্ধ এর স্মরণ সভা, মিলাদ মাহফিল, মীর মুগ্ধ ভবন এবং এপিবিএন স্কুল এন্ড কলেজের প্রবেশ তোরণ উদ্বোধন অনুষ্ঠা‌নে তি‌নি এ কথা ব‌লেন ।

উপ‌দেষ্টা ব‌লেন, জুলাই ২৪ গণহত্যায় স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের খুঁজছে সরকার। যেখানেই তারা অবস্থান করবে সেখান থেকেই তাদেরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। এ সময় উপ‌দেষ্টা আরও ব‌লেন, সরকার পত‌নের প‌রের তিন দিন সরকা‌রের শীর্ষ স্থানীয় অ‌নে‌কে সীমান্ত দি‌য়ে পা‌লি‌য়ে‌ছে। যা এখন আর সম্ভব না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সীমা‌ন্তে ক‌ঠোর নিরাপত্তার ব‌্যবস্থা করা হ‌য়ে‌ছে ব‌লেও জানান তি‌নি।

এসময় এপিবিএন কেন্দ্রীয় জামে মসজিদের আন্দোলনে নিহত শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত সকলকে নিয়ে এপিবিএন হেডকোয়ার্টার্স ভবন, ১ এপিবিএন ৫ এপিবিএন ১৩ এপিবিএন ও প্রশিক্ষণ ভবন পরিদর্শন করেন।ই

মন্তব্য করুন