কবিতা:__”মহারাজ্যের রাখালরাজা”__

লেখক:_মো:ওসমান হোসেন সাকিব
তারিখ:_(২৭-০৯-২০২৪)ইং
_______________________________________

রাষ্ট্রনায়কোচিত গুণে, রাখালভূষণ ধারণে
কোটি কোটি মানুষের হৃদয়ে শ্রদ্ধার ম্মরণে,
হয়ে আছো তুমি আজো বরণমাল্যে!

টেকনাফ টু তেঁতুলিয়া,ঢাকা টু পাটুরিয়া
‘খাল খনন’ কর্মসূচি করেছো যেখানে বসিয়া,
ঐ গ্রামের জনমানব আজো খুঁজে বেড়াইয়া
‘জিয়া’ নামের রাখালরাজা আছে কোথায় লুকাইয়া?

ছিলনা নেতার ভাব, ছিল প্রজার স্বভাব
গরিব-দুঃখী, মেহনতি জনতার কাতারে
তোমার ছিল অখচিত ভালোবাসার ছাঁপ।

স্বাধীনতা পরবর্তী দেশের ক্রান্তিকালে
পড়েছে জনগণ চরম খাদ্য সংকটে,
তোমার ত্বরিত নেতৃত্বে এসেছে বরিত ম্লান
খাদ্য উৎপাদন দ্বিগুণ করার আহ্বানে।

দেশকে বেসেছো তুমি, মায়ের চেয়ে ও দামী
জনগণকে রেখেছো তুমি হৃদয়ের মণিকোটায়;
বেকার নিরসন, নিরক্ষরতা দূরীকরণ, গ্রাম সরকার শক্তিশালীকরণ
তার একেকটি দূরদর্শি চিন্তার উৎকৃষ্ট উদাহরণ।

বাংলাদেশের প্রত্যেক দ্বারে দ্বারে, আজো জয়ধ্বনি ওঠে
আমাদের মহাকাব্যের মহানায়ক ‘জিয়া’ জন্মুক ঘরে ঘরে।।
_______________________________________
শিক্ষার্থী:__গাছবাড়ীয়া সরকারি কলেজ,ব্যবস্থাপনা বিভাগ।

মন্তব্য করুন