
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য, চট্টগ্রাম মহানগরীর আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরীর নেতৃত্বে নগর জামায়াতের একটি প্রতিনিধি দল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় প্রবল বর্ষণে ও বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।
আজ ১ সেপ্টেম্বর ২০২৪, রবিবার ত্রাণ বিতরণ প্রতিনিধি দলের মাঝে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও নগর জামায়াতের নায়েবে আমীর বিশিষ্ট পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, নগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ।
ত্রাণ বিতরণের পূর্বে চৌদ্দগ্রাম উপজেলা আমীর মুহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে এক সমাবেশে নগর আমীর শাহজাহান চৌধুরী বলেন, আল্লাহর শুকরিয়া আদায় করছি আপনাদের হাতে সামান্য উপহার সামগ্রী তুলে দিতে সুযোগ পেয়েছি। সারা দেশে চৌদ্দগ্রাম একটি আলোচিত গ্রাম। এই এলাকাসহ ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর যে বন্যার পানিতে ডুববে তা ৩ বছর আগে শহীদ আবরার ফাইয়াজ স্ট্যাটাস দিয়ে বলে গিয়েছিল। একটি স্ট্যাটাসের কারণে তাকে হাসিনার পেটোয়া বাহিনী ছাত্রলীগ পিটিয়ে হত্যা করেছিল।
তিনি বলেন, ১৭ বছর বাংলাদেশের মানুষ কথা বলতে পারেনি, ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ৩টি পার্লামেন্ট নির্বাচন করেছিল ফ্যাসিস্ট সরকার। এই এলাকার আলোকিত একজন মানুষ সৈয়দ আব্দুল্লাহ তাহের বিশ্ব বরেণ্য একজন ইসলামী আন্দোলনের নেতা। উনি এই এলাকার সংসদ সদস্য থাকাকালীন সময়ে যে ভূমিকা রেখেছিলেন তা এ যাবতকালে আর কেউ রাখতে পারেনি, এরকম একজন মানুষকে চৌদ্দগ্রামে ঢুকতে বাধা দেয়া হয়েছে, বারবার কারা নির্যাতন করা হয়েছে। আওয়ামী লীগের ইতিহাস নির্যাতনের ইতিহাস, গণতন্ত্র হত্যার ইতিহাস, ভারতের করদরাজ্য প্রতিষ্ঠার ইতিহাস।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন, ফেনী শহর শাখার সাবেক সভাপতি নুরুল আবছার, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন, আলকরা ইউনিয়ন আমীর কুতুব উদ্দিন প্রমুখ।