
নিজস্ব প্রতিনিধি : লোহাগাড়া-সাতকানিয়ায় ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ১৪ ও ১৫ আগস্ট দুটি ভিন্ন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
জানা যায়, কর্মসূচির মধ্যে রয়েছে ১মদিন লোহাগাড়া-সাতকানিয়ার সকল মন্দির-বিহার পাহারা দেয়া। ২য়দিন সকাল ১০টা থেকে লোহাগাড়া উপজেলা সদর বটতলী স্টেশনে ও সাতকানিয়া উপজেলার কেরানিহাটে সকল শিক্ষার্থী এবং পেশাজীবিরা জরুরী অবস্থান করা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লোহাগাড়া-সাতকানিয়ার সমন্বয়ক এইচ এম তামিম কর্মসূচির সত্যতা নিশ্চিত করে জানান, ২ উপজেলার একতাবদ্ধ ছাত্র সমাজের প্রতিনিধিদের একমতানুসারে ২ দিনের কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উক্ত কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণ করার আহবান জানিয়েছেন তিনি।আ