মিডিয়া কাভারেজের জন্য সাংবাদিক ও ফটো সাংবাদিক পাঠানোর আবেদন

জনাব, সালাম ও শুভেচ্ছা নিবেন। আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, ৪ আগস্ট, ২০২৪ খ্রিঃ, রোজ: রোববার, সকাল ১০ ঘটিকায় দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ এর সামনে সারা দেশের ন্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থী ও দেবিদ্বার উপজেলার সর্বস্তরের জনগণের উদ্যোগে চলমান আন্দোলনে গুলি চালিয়ে সাধারণ ছাত্র হত্যার প্রতিবাদ এবং সহিংস রাজনীতির বেড়াজালে আটকে সাধারণ মানুষের মৌলিক অধিকার হরণ সহ নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদ জানাতে গণমানুষের উপস্থিতিতে সমাবেশ ও মানববন্ধন এবং অসহযোগ আন্দোলনে ডাক দেওয়া হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সচিত্র সংবাদ সংগ্রহ ও পরিবেশনের জন্য বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক্স, অনলাইন মিডিয়া এবং সংবাদ সংস্থায় কর্মরত গণমাধ্যমকর্মী/প্রেসক্লাব/সকল সাংবাদিক সংগঠনের সংশ্লিষ্ট সাংবাদিক ও ফটো সাংবাদিক পাঠানোর জন্য অনুরোধ করছি।

বার্তা প্রেরক,
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া দেবিদ্বার উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষে দেবিদ্বারের সাধারণ ছাত্র সমাজ। প্রেস বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন