৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

অনলাইন ডেস্ক : ফিলিপাইনে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। শনিবার (৩ আগস্ট) ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিন্দানাওতে এই ভূমিকম্প আঘাত হানে।স্থানীয় সময় ভোর ৬টা ৩০মিনিটে এই ভূমিকম্প হয়।

মার্কিন যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে , মিন্দানাও দ্বীপের পূর্বে বার্সেলোনা গ্রাম থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১৭ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হেনেছে। তবে এই ভূমিকম্পটি শক্তিশালী হলেও এখনও পর্যন্ত কোন হতাহতের তথ্য পাওয়া যায়নি। এই নিয়ে কিছুটা হলেও স্বস্তির বার্তা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সুনামির তেমন কোন আশঙ্কাও নেই বলে জানিয়েছে।

এই নিয়ে বার্কেলোনার পার্শ্ববর্তী শহর লিঙিগের পৌরসভার এক কর্মকর্তা জানিয়েছেন, ভূমিকম্পটি বেশ শক্তিশালী। তাঁর ঘুম ভাঙতেই তিনি দেখেন, ঘরের সব জিনিস কাঁপছে। তাঁর মতে, এই ভূমিকম্পটি প্রায় ১০-১৫ মত ছিল। আরেক কর্মকর্তা জানিয়েছেন, ভূমিকম্পটি অন্তত ৩০ সেকেন্ড স্থায়ী ছিল। তবে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে বিভিন্ন দেশে বেশি মাত্রার ক্ষয়ক্ষতি হয়ে থাকে। তবে এর তুলনায় বার্কেলোনা ও তার আশপাশে ক্ষয়ক্ষতির পরিমাণ খুব কম। তথ্য অনুযায়ী, কিছু বাড়িঘর ভেঙে পড়া ছাড়া আর তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

উল্লেখ্য, ফিলিপাইন ভৌগলিকভাবে প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ারে’ রয়েছে। আর এই রিং অফ ফায়ারে টেকটোনিক প্লেটগুলোর সংঘর্ষ হয় মাঝে মাঝে। সে কারণে ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত দেখা যায়।ই

মন্তব্য করুন