
অনলাইন ডেস্ক : সম্প্রতি আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী ১৪ দলীয় জোটের এক সভায় জোটের শরিকদের চাপে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার কথা গণমাধ্যমে বলেছে। সরকারের আইনমন্ত্রী আরো একধাপ এগিয়ে বলেন বুধবারের মধ্যেই জমায়াতে ইসলামী নিষিদ্ধ হচ্ছে। সরকারের এধরণের বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদের আহবায়ক কর্নেল অবঃ মিয়া মশিউজ্জামান ও সদস্য সচিব ফারুক হাসান। বৃহস্পতিবার (০১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা একথা বলেন।
বিবৃতিতে বলা হয়, সরকারের এই ধৃষ্টতা দেখে আমরা হতবিহ্বল। বাংলাদেশে কে রাজনীতি করতে পারবে, আর কে পারবেনা সেই সিদ্ধান্ত নেওয়ার মালিক জনগণ, ভোটারবিহীন আওয়ামী সরকারের কোন এখতিয়ার নেই কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার। জনগণ যতদিন চাইবে ততদিন বাংলাদেশের মাটিতে জামায়াতে ইসলামী রাজনীতি করবে।
সুতরাং আওয়ামী ভোটারবিহীন সরকারকে পরিষ্কারভাবে আমরা বলতে চাই, এধরনের ধৃষ্টতা দেখানোর চেষ্টা করবেননা, বুমেরাং হয়ে যাবে।ই