লোহাগাড়ায় অবৈধ মাটি কাটায় অভিযান : এক্সকেভেটর ও ডাম্পট্রাক জব্দ

নিজস্ব প্রতিনিধি : লোহাগাড়ার কলাউজানে অভিযান চালিয়ে টিলা কাটার অপরাধে ১টি এক্সভেটের ও ১টি ডাম্পট্রাক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কানুরাম বাজার বোলার টেকের পূর্বে জয়নগর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।

তিনি জানান, অবৈধভাবে টিলা কাটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এই সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে টিলা কাটার কাজে জড়িতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১টি এক্সকেভেটর ও ১টি ডাম্পট্রাক জব্দ করা হয়। এছাড়া মো. দেলোয়ার নামে ১জনকে নিয়মিত মামলার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সুপারিশ করা হয়েছে।আ

মন্তব্য করুন