চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হলেন লোহাগাড়ার ওসি-মোহাম্মদ রাশেদুল ইসলাম।

ডাঃ মোহাম্মদ কলিম উল্লাহ : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ( ওসি) নির্বাচিত হয়েছেন লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম। রোববার (১৪ ই) চট্টগ্রাম জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাসিক কল্যাণ ও অপরাধ সভায় জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম( পিপিএম বার) এর নিকট হইতে জেলা শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর সম্মাননা স্মারক গ্রহণ করেন তিনি। এ নিয়ে জেলায় তৃতীয় বারের মত তিনি শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
তিনি চলতি বছরের জুন মাসে অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, কিশোর গ্যাং দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, গরু চুরি বন্ধ, ওয়ারেন্ট আসামি গ্রেফতার, বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন। তিনি আরও আশা প্রকাশ করে বলেন, আমি লোহাগাড়া থানার মানুষ কে সেবা দিতে চাই এবং আমাকে সবাই সহযোগিতা করবেন। যাহাতে আগামী দিন গুলো যেন আরও ভালো করতে পারি। সেই আশাটুকু রাখি।

মন্তব্য করুন