
নিজস্ব প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় বাড়িতে চুরি করতে গিয়ে মালামালসহ ১ চোরকে পাকড়াও করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (৪ জুলাই) ভোররাতে উপজেলার বরইতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ সিকদার পাড়া এলাকায় মো. আমিনের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
আটক চোর মো. খোকন (২২) ওই ইউনিয়নের চাঁদের বাপের পাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে। বাড়ির মালিক মো. আমিন বলেন, গভীর রাতে বাথরুম সেরে ভুলে দোতালার দরজা বন্ধ না করায় পূর্ব থেকে ওৎ পেতে থাকা চোরের দল ঘরে প্রবেশ করে মালামাল বের করে নিচে নামিয়ে ফেলে।
পরে আবারো বাথরুম সারতে উঠলে ঘরের ভেতর চোর দেখি। তাড়া দিলে সে দ্রুত নিচে নেমে পড়ে। এসময় শোর চিৎকার দিলে নিকটস্থ লোকজন এসে চোর মো. খোকনকে পাকড়াও করে।
পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। তিনি আরও বলেন, চোরের দল ৪-৫ জনের হতে পারে। চুরির মালামাল নিচে নামালেও নিয়ে যেতে পারেনি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, পুলিশ ঘটনাস্থলে থেকে ১ চোরকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করে সম্পৃক্তদের খুঁজে বের করা হবে। এ’ঘটনায় থানায় এজাহার দিলে মামলা রুজু করা হবে।আ









