
চট্টগ্রাম প্রতিনিধি : দক্ষিণ চট্টলায় বোয়ালখালী উপজেলাধীন পশ্চিম গোমদন্ডী ফুল মোড়ে ওয়েল ফয়েজ মার্কেট (তৃতীয় তলা) এ,এইচ,ফিজিওথেরাপী সেন্টারে বিশেষজ্ঞ ডাঃ এম,এ,হাসনাত বাত-ব্যাথা-স্ট্রোক-প্যারালাইস রোগের বিশেষজ্ঞ ডাক্তার হিসাবে পরিচিতি। তিনি জঠিল কঠিন বাত-ব্যাথা- ষ্ট্রোক-প্যারালাইস রোগের চিকিৎসা সেবা দিয়ে আসছে ডাঃ এম,এ,হাসনাত তাহার সুপরার্মশে শত শত রোগী ভালো হচ্ছে জানা গেছে। ডাঃ এম,এ, হাসনাতের ফিজিও থেরাপী সেন্টারে অভিজ্ঞ নার্সিং ও সেবার বিভিন্ন রোগীর আরোগ্য লাভ হচ্ছে বলে তাহার সুনাম চতুর দিকে ছড়িয়ে পড়ছে। প্রতিদিন শত শত রোগী লাইন ধরে চিকিৎসা সেবা নেওয়ার অপেক্ষামান দেখা যায়। এ বিষয়ে ডাঃ এম,এ হাসনাত দৈনিক আমাদের খবর পত্রিকার প্রতিনিধি কে জানান৷
উপরোক্ত রোগ গুলো ফিজিও থেরাপী মাধ্যম সফল ভাবে চিকিৎসার সুফল পাচ্ছেন।
এ,এইচ,ফিজিও থেরাপী সেন্টারের মাধ্যমে বোয়ালখালীর চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা জানান।