কবিতাঃ তোমার জম্ম যদি না হতো “

কবিতাঃ তোমার জম্ম যদি না হতো

কবিঃ সোহরাব হোসেন।
সারিয়াকান্দি, বগুড়া।

হাজার দুঃখেও বাঙালীদের
দাওনি কভু ফাঁকি,
তোমায় হারিয়ে বীর বাঙালি
কেঁদে ভাসায় আঁখি।

মাটির ঘরে কেমন করেই
রয়েছ তুমি শুয়ে,
সোনার বাংলা তোমার জন্য
পরেছে আজি নুয়ে।

তোমার স্মৃতি’ ই বুকে নিয়ে
বাঙালির পথ চলা,
তোমার জন্যই স্বাধীন দেশে
বাংলায় কথা বলা।

তোমার দেখা পেতো যদি
বাংলার জনগণ,
তিথী তিথী তোমায় ছাড়া
হতো না নিমন্ত্রণ।

তুমি ছাড়া বাংলায় আঁধার
দেখে সর্বলোকে,
তুমি বিনা বাঙালি জাতির
স্বপ্ন হবে ফিকে।

ভুলতে পারিনা তোমার কথা
স্মরণে ১৫ই আগস্ট,
তুমি হারিয়ে ঐ তারিখ আজ
জাতীয় শোক দিবস।

জনতার মঞ্চে দিয়েছ ভাষণ
দেখিয়েছ যত স্বপন,
বাংলার বন্ধু – বাঙালির বন্ধু
ছিলে বাঙালিতে আপন।

তোমার জম্ম যদি না হতো
এই বাঙালির দ্বারে,
তোমায় ছাড়া স্বাধীনতার
সূর্য উঠতনা একাত্তরে।

মন্তব্য করুন