
অঞ্জন লাল মহাজন:
বাংলাদেশ বৈদিক পরিষদ উত্তর জেলার উদ্বেগে নবনির্বাচিত সভাপতি শ্রীযুত পলাশ সেন এর শুভ জন্মদিন উপলক্ষে রাউজান পৌরসভা কার্যালয়ে জন্মদিন পালন ও নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন, রাউজান পৌরসভার মেয়র মোহাম্মদ জমির উদ্দিন পারভেজ। বাংলাদেশ বৈদিক পরিষদ রাউজান উপজেলা প্রধান পৃষ্ঠপোষক শ্রীযুত দিপুল দে (দীপু), বাংলাদেশ বৈদিক পরিষদ চট্টগ্রাম উত্তর জেলা উপদেষ্টা সদস্য শ্রীযুত বিকাশ শীল, চট্টগ্রাম উত্তর জেলা বৈদিক পরিষদের উপদেষ্টা সদস্য শ্রীযুত ভানু দে, সহ উপদেষ্টা সদস্য শ্রীযুত বিজয় কৃষ্ণ শীল, বাংলাদেশ বৈদিক পরিষদের উত্তর জেলা সহ-সভাপতি শ্রীযুত উত্তম চৌধুরী, উত্তর জেলা সাধারণ সম্পাদক শ্রীযুত পিংকু ভট্টাচার্য, যুগ্ন সাধারণ সম্পাদক শ্রীযুত রিটন মহাজন, সহযুগ্ন সাধারণ সম্পাদক শ্রীযুত বাবু দে রনি, সহ অর্থ সম্পাদক শ্রীযুত পাভেল চন্দ্র, উপজেলা উপদেষ্টা সদস্য শ্রীযুত ভানু দে, উত্তর বৈদিক পরিষদ রাউজান উপজেলার শিক্ষা বিষয় সম্পাদক শ্রীযুত মনোজ চক্রবর্তী, উত্তর জেলা সহ মানব সম্পাদক শ্রীযুক্ত অন্ত দে, শ্রীযুত তপন বৈদ্য শ্রীযুত মিলন বৈদ্য সাংবাদিক, শ্রীযুত অংকন দে, শ্রীযুত অনিক দাশ গুপ্ত, বাংলাদেশ বৈদিক পরিষদের এবং উপজেলা কার্যালয়ের অন্যান্য সকল সদস্যবৃন্দ। রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন স্নেহের ছোট ভাই পলাশ অনেক সাংগঠনিক এবং মানবিক একজন মানুষ। আমি তার প্রতিটি জন্মদিন যেন সুখময় হয়ে ওঠে এই দোয়া এবং প্রার্থনা করি ও দীর্ঘায়ু কামনা করি। আর আপনারা বাংলাদেশ বৈদিক পরিষদের প্রতিটি সদস্যবৃন্দদের অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই মানবিক কাজ নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবেন। মানব সেবায় কল্যাণময় কাজ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। আপনাদের প্রতিটি কার্যবিধিতে আমাকে প্রয়োজন যদি মনে করেন পাশে পাবেন সব সময়। মানব সেবায় আমার মূল উদ্দেশ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন।