
স্মৃতিময় শৈশব-
কারিমা খাঁন দুলারী
খুলনা জেলা ফুলতলা।
আমি যদি ফিরে পেতাম
ছোট্ট বেলার শৈশবের দিন।
নিস্পাপ মনে নতুন করে
জীবনে বাজতো সুখের বীণ।
জীবন যুদ্ধে হারতাম না
মনে থাকতো না আর ভয়।
সুন্দর করে সাজাতাম জীবন
চলার পথ করতাম জয়।
মাগো আমায় আদর করে
তার বুকে নিতো তুলে।
বায়না ধরে কাঁদতাম আমি
আমার মায়ের আঁচল ঝুলে।
সেই ছোট্ট মেয়েটি আজ আমার
জীবনে কতো বছর হলো পার।
অগ্নীকন্যার মতো এগিয়ে চলি
আমি মানি না করো কাছে হার।
এ জীবনে দুষ্টুমি আর খুনসুটি
নিশি দিন আমি করেছি।
সেই ছোট্ট বেলার দুষ্টু মেয়ে
এখন অনেক বড় হয়েছি।