
খবর ডেস্ক :
আদালতে হাজিরা দিতে গিয়ে জেলে যেতে হলো চাঁদপুরের ফরিদগঞ্জের চর দুঃখিয়া পশ্চিম ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার ও ইউপি সদস্য আব্দুস সাত্তারকে। বৃহস্পতিবার চাঁদপুরের বিচারিক আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলমের আদালতে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।
বাদীপক্ষের আইনজীবী হুমায়ুন কবির বলেন, চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়নের আলমগীর হোসেন বাদী হয়ে চাঁদপুর জুডিশিয়াল আদালতে মামলা করেন। মামলায় ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার ও ইউপি সদস্য আবদুস সাত্তারসহ ১১ জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করা হয়। আদালত মামলা গ্রহণ করে পিবিআইকে তদন্তের দায়িত্ব দেয়।
উল্লেখ্য, সম্প্রতি ওই চেয়ারম্যানের অনিয়মের প্রতিবাদ করায় ইউপি সচিব ইমাম হোসেন হাসানকে মারধর করার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়। ওই চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির কথা জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা।