পৃথক পৃথক অভিযান : সাতকানিয়ায় কৃষি জমির মাটি কাটার দায়ে ২ যুবককে অর্থদন্ড, ১জনকে ৩দিনের কারাদণ্ড

খবর ডেস্ক :
রাতের আঁধারে কৃষি জমির উপরিভাগের মাটি কাটায় মো. আবদুল মান্নান নামের ১ যুবককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (১৪ জানুয়ারি) ভোর ৬টার দিকে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের কলঘর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী সাংবাদিকদের বলেন, কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার সময় হাতেনাতে মো. আবদুল মান্নান (৩৯) নামের ১ যুবককে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় তাকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্য ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান আরাফাত সিদ্দিকী।

সূত্রে, একদিনপূর্বে সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অপর ১ অভিযানে গত ১৩ জানুয়ারি, উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গারাঙ্গিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এ সময় কৃষি জমির উপরিভাগের মাটির (টপ সয়েল) কাটার সময় হাতেনাতে আটক সাতকানিয়ার দক্ষিণ রুপকানিয়া গাজির পাড়া এলাকার মৃত ইমাম উদ্দিনের পুত্র মোঃ রেজাউল করিম (৩৫) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় মাটি পরিবহনের কাজে রেজিস্ট্রেশনবিহীন ডাম্পার ট্রাক ব্যবহার করার অপরাধে উপজেলার মৈশামুড়া এলাকার আহমদ সফির পুত্র মোঃ আরমান (২৩) কে সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় ১০ হাজার টাকাসহ ২জনকে সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। মোবাইল কোর্টে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস সাংবাদিকদের বলেন, জমির টপসয়েল কেটে পরিবেশ এর ভারসাম্য নষ্ট করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২জনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে,১৩ জানুয়ারি অবৈধভাবে মাটি কাটায় জরিমানা করার সংবাদ আজাদীসহ কয়েকটি স্থানীয় পত্রিকা ও (অনলাইন পোর্টাল আমাদের খবরডট কমে) প্রকাশ হলে আমাদের খবর ডট কমের প্রকাশক ও সম্পাদক মো: গিয়াস উদ্দিনকে রেজাউলগং মোবাইলে হুমকি প্রদান করে।
স্থানীয় সূত্রে জানায়, বিগত সময়ে উক্ত রেজাউল ও তার দলের কিছু অসাধু ব্যক্তিরা এলাকায় মাটির টপ সয়েল্ট বিক্রি করে আসছিল। সে ও তার দলের সদস্যদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারে নাই, রেজাউল প্রকৃত পক্ষে সামান্য ১জন সিএনজি চালক হলেও সে মাটি খেকোরদল, ইয়াবা, কিশোরগ্যাং ও ভাড়াটিয়া সন্ত্রাসী,চাঁদাবাজী, নারীর দালালীসহ বিভিন্ন কার্যকলাপে জড়িত ছিল ও আছে। এলাকায় তার দলবল নিয়ে শালিস-দরবার ও যেকোন ঘটনায় টাকার বিনিময়ে পক্ষপাতিত্ব করে মাস্তানী করে আসে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রে আরো জানায়, মূলত রেজাউল ১জন সিএনজি চালক হলেও সে অবৈধ মাটিকাটা, ইয়াবা ব্যবসা ও মহিলার দালালীসহ নানা অপকর্মে জড়িত। সূত্রে আরো জানাযায়, সে এলাকার যেকোন লোককে নিয়ে ভাড়া বহন করতনা, তার দলের কিংবা সুন্দরী মহিলাদের দেখে মনগড়া রিজার্ভাভ ভাড়া মারত। অনেকে তার এহেন কার্যকলাপ দেখেও প্রতিবাদ করতে সাহস পাই নাই, কারন তার অপকর্ম দলের আরো সদস্য রয়েছে। আরো জানা যায়, উক্ত এলাকায় অন্য কেউ মাটি বা গাড়ি ডুকালে রেজাউল দলের সদস্যদের প্রতি গাড়ি ভিত্তিক চাঁদা দিতে হত। উক্ত রেজাউলকে ঐদিন প্রশাসন জরিমানা করে এলাকার সকলে আনন্দিত হলেও গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা না করায় একটু অসন্তুষ্ট জনগণ, পরবর্তিতে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থার দাবি জানান গোপনে স্থানীয়রা।

মন্তব্য করুন