ফেনী-৩ আসনের তৃণমূল বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর

খবর ডেস্ক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী তৃণমূল বিএনপির (সোনালী আঁশ) প্রতীকের আজিম উদ্দিন আহমেদের নির্বাচনী অফিস ভাংচুর করেছে দুর্বৃত্তরা। আজ গতকাল রাতে দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের সেকান্দর পুর গ্রামে প্রার্থীর নিজ বাড়ির পাশের নির্বাচনী প্রচরাণার প্রধান অফিসে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান ভোরে এলাকায় বোম ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা করে দুর্বৃত্তরা। পরে দুর্বৃত্তরা চেয়ার টেবিল ও ব্যানার ফেস্টুন ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পোঁছলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
দাগনভূঞা থানার ওসি মো. আবুল হাশিম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে।
তৃণমূল বিএনপি’র প্রার্থী আজিম উদ্দিন আহমেদ জানান, আমি গত বৃহস্পতিবার নির্বাচনী প্রচার প্রচারণা শেষ করেছি। গতকাল আমি বাড়িতে ছিলাম। রাতে সিসি ক্যামরায় দেখি, রাত ১২ টার দিকে আমার বাড়ির সামনে দুটি সিএনজি চালিত অটোরিকসা থামে। পরে দেখলাম কিছু দুর্বৃত্ত লাঠি নিয়ে গাড়ি থেকে নামে। তারা আমার নির্বাচনী ক্যাম্পে ব্যাপক ভাংচুর চালায়। আমি এ বিষয়ে ফেনীর এসপিকে ফোন করি। তখন তিনি দাগনভূঞা থানার ওসিকে পাঠান। তারা সরেজমিনে এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে আমি থানায় অভিযোগ দিব। তিনি বলেন, নির্বাচন কমিশন,আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন সহ সকলের প্রতি আমার বিশেষ অনুরোধ ৪নং রামনগর ইউনিয়নে আমার বাড়ি এখানে অনেকগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। এখানে নিরাপত্তা জোরদার করা দরকার।

মন্তব্য করুন