জানা গেল ঐশ্বরিয়ার ১ম প্রেমিকের নাম

বিনোদন ডেস্ক :
বলিউড ইন্ডাস্ট্রি এমন একটি স্থান যা সব সময় গুজব এবং আলোচনার মধ্যে থাকে। ভারতবাসীর মধ্যে বলিউড তারকাদের প্রতি ক্রেজটা একটু অন্যরকম।

এ বলি জগতের জনপ্রিয় এক অভিনেত্রী হলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। অমিতাভ বচ্চনের পুত্রবধূ এবং নিজেও একাধিক হিট হিন্দি সিনেমাতে কাজ করে ভারতীয় দর্শকদের মধ্যে নিজের পরিচিতি ধরে রেখেছেন এই অভিনেত্রী।

বর্তমানে সিনেমায় অভিনয় করতে দেখা যায় না এই অভিনেত্রীকে। সম্প্রতি তার বিচ্ছেদের গুঞ্জনে সরগরম মিডিয়া। কখনো শোনা যাচ্ছে শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। আবার কখনো দেখা যাচ্ছে বিয়ের আংটি খুলে ফেলেছেন অভিষেক। পরক্ষণেই আবার একসঙ্গে হাতেহাত রেখে চলতে।

এবার শোনা গেল এই বিশ্বসুন্দরীর প্রথম প্রেমের কথা ও বিচ্ছেদের গল্প। আনন্দবাজার অনলাইনের খবরে উঠে এসেছে এসব তথ্য।

২০০৭ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিষেক এবং ঐশ্বরিয়া। তখন ফেসবুক, ইনস্টাগ্রাম না থাকার কারণে তারকাদের বিয়ে নিয়ে এত হইচই ছিল না। কিন্তু অভিষেক এবং ঐশ্বরিয়ার বিয়ের খবর এবং ছবিতে সংবাদমাধ্যমের পাতা ভরে গিয়েছিল।

ঐশ্বরিয়া যখন মা হন, তখনো কম মাতামাতি হয়নি। সেই তারকা জুটিরই বিচ্ছেদের জল্পনা এখন বলিপাড়ার অলিগলিতে।

ঐশ্বরিয়াকে নিয়ে অনুরাগীদের আগ্রহ বরাবরই বেশি। তা তার সৌন্দর্যের কারণেই হোক বা সুঅভিনেত্রী হিসেবে পরিচিতির কারণে। দীর্ঘ সময় সিনে দুনিয়া থেকে দূরে থাকলেও তাকে নিয়ে চর্চা কখনো কমেনি।

ঐশ্বরিয়াকে নিয়ে বর্তমানে জল্পনা তো হচ্ছেই, তবে অতীতেও তাকে নিয়ে জল্পনার সুর এবং বিতর্কের পারদ কিছু কম চড়েনি। এক নজরে দেখে নেওয়া যাক অভিনেত্রীর প্রেম এবং বিতর্ক পর্বের অধ্যায়।

মন্তব্য করুন