চট্টগ্রামে ৪ চোরাই মোটরসাইকেলসহ ৩ যুবক গ্রেপ্তার

খবর ডেস্ক :
চট্টগ্রামের নগরীর খুলশীতে ৪ চোরাই মোটরসাইকেলসহ ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হল- আজিজ উদ্দিন (৩৪), আরাফাত উদ্দিন (৩৩) ও নবীউল হোসেন জিয়া (২৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৪ চোরাই মোটরসাইকেলসহ ৩ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মন্তব্য করুন