
খবর ডেস্ক :
জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার ফেসবুক পেজের ফলোয়ার্স ১ কোটি ছাড়িয়েছে। তার পেজে চোখ রাখলে দেখা যাচ্ছে, ফলোয়ার্স ১০ মিলিয়ন প্লাস! তবে এগুলো নেহাত ফলোয়ার্স নয়, পূর্ণিমার কাছে বিষয়টি ১ কোটি ভালোবাসা। তার ভাষ্য, এগুলো আসলে অর্গানিক ভালোবাসা। শুধু বাংলাদেশ নয়, পূর্ণিমার অনুসারীরা পুরো উপমহাদেশ থেকে যুক্ত আছেন। পেজটি থেকে বিভিন্ন ছবি, রিল্স এবং ভিডিও’র মাধ্যমে অনুসারীরা তার আপডেট পান।