
খবর অনলাইন :
১৯৭১ সালে দেশ গঠন স্মরণে আজ ২ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের ৫২তম জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারিভাবে নেয়া হয়েছে ব্যাপক আয়োজন। দিবসটি উপলক্ষে নাগরিকদের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে আরব আমিরাতকে আরো কয়েক ধাপ এগিয়ে নেয়ার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে বাণী দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীসহ বিভিন্ন প্রদেশের শাসকগণ।
দেশটির উন্নয়নের রূপকার সাবেক প্রেসিডেন্ট মরহুম শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের আলোকসজ্জিত ছবি, দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা ও বুর্জ আল আরব হোটেলসহ প্রতিটি প্রদেশ শহরের উঁচু ভবন ও প্রধান সড়কগূলোকে সাজানো হয়েছে অপরূপ সাজে। পুরো আমিরাতেই যেন চলছে উৎসব আমেজ। দিনটি ঘিরে রয়েছে বিমান মহড়া, মোটর শোভাযাত্রা ও আরব সংস্কৃতি ঐতিহ্যের হরেকরকম অনুষ্ঠানমালা।
দেশ গঠনের পর কয়েক দশকে অর্থনৈতিক অবকাঠামোগত এবং মানবসম্পদ উন্নয়ন ও উষর মরুভূমিকে রূপ দিয়েছেন সবুজের আঙ্গিনায় অট্টালিকায় সাজানো এক স্বপ্নের রাজ্যে। দেশটি যেন অপূর্ব সৌন্দর্যের এক লীলাভূমি।
শান্তিপ্রিয় এ দেশটি এখন বিশ্বের উন্নত ও সমৃদ্ধশালী এবং বসবাসযোগ্য নিরাপদ শীর্ষ দেশেরও প্রথম সারিতে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী রয়েছে সুখী দেশের তালিকায়ও।
উল্লেখ্য, ১৯৭১ সালের এ দিনে ব্রিটিশ সাম্রাজ্য থেকে দেশটি স্বাধীনতা লাভ করার পর সে থেকে দিনটিকে জাতীয় দিবস হিসেবে পালন করে আসছে সংযুক্ত আরব আমিরাত। ৫২তম জাতীয় দিবসটি উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও বিভিন্ন প্রদেশের শাসকগণ কারাগার থেকে ৩ হাজার ৪শ’র বেশি বন্দীকে মুক্তি দেন। এরমধ্যে আবুধাবিতে ১০১৮, দুবাইয়ে ১২৪৯, শারজাহতে ৪৭৫, আজমানে ১৪৩, ফুজাইরায় ১১৩, রাস আলখাইমায় ৪৪২ জন। দিবসটি উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা করা হয়।