লামায় ডাকাতির ৩০ লাখ টাকা মিললো চকরিয়ার রুবেলের বাড়িতে

ডেস্ক : কক্সবাজার জেলার চকরিয়া সাহারবিল এলাকায় ডাকাত রুবেলের বাড়িতে তল্লাশি চালিয়ে আরো ৩০ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ মে) রাতে ডাকাত রুবেলের বাড়ি তল্লাশি চালিয়ে ওই টাকা উদ্ধার করে লামা থানা পুলিশের সদস্যরা।

মামলার তদন্তকারী কর্মকর্তা লামা থানার ওসি তদন্ত মো. এনামুল হক সাংবাদিকদের জানান, ডাকাত রুবেলের বাড়িতে তল্লাশি চালিয়ে দ্বিতীয় দফায় আরও ৩০লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হযেছে। ডাকাতির ঘটনায় জড়িত সকল আসামিকে গ্রেপ্তারের চেষ্টা ও টাকা উদ্ধারে পুলিশের সদস্যরা কাজ করে যাচ্ছে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৯ মে রাতে বান্দরবানের লামা পৌরসভার লাইনঝিরি আবুল খায়ের টোব্যাকোর অফিস কক্ষ হতে অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জন সশস্ত্র ডাকাত ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৬৩৮ টাকা ডাকাতি করে নিয়ে যায়।

পরে পুলিশের অভিযানে ঘটনায় জড়িত থাকার অপরাধে ৮ জনকে গ্রেপ্তার করা হয় এবং প্রথম পর্যায়ে ২১ লাখ ১৭ হাজার ২০০ টাকা উদ্ধার করে। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি বড় হাতুড়ি (হ্যামার), একটি চাপাতি, একটি ছুড়ি ও একটি বোল্ট কাটার (তালা কাটার যন্ত্র) জব্দ করে পুলিশ। পরে দ্বিতীয় দফায় আরও ৩০ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামির মধ্যে ২জন আসামি এই ঘটনায় জড়িত বলে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেছেন।আ

মন্তব্য করুন