আল্লাহ দ্রোহী নাস্তিক রাখাল রাহা ও দর্ষক RAB কর্মকর্তা আলেপ উদ্দিনের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবার সমাবেশ।
মোঃ কলিম উল্লাহ : অদ্য রবিবার ২৩/০২/২৫ ইং বারদোনাস্থ শাহ্ মজিদিয়া মার্কেট চত্বরে শাতিমে রাসুল সোহেল হাসান গালিব, আল্লাহদ্রোহী নাস্তিক রাখাল রাহা ও ধর্ষক RAB কর্মকর্তা আলেপ উদ্দিনের যথাযথ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময়ে বক্তব্য রাখেন শাহ্ মজিদিয়া মার্কেট জামে মসজিদের ইমাম মাওলানা মোস্তাক আহমদ, গারাংগিয়া ইসলামীয়া আলিয়া মাস্টার্স অনার্স মাদ্রাসার অধ্যাপক মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা নুরুল কবির,তোহিদি জনতার উদ্দেশ্যে বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে এই আলেপ উদ্দিনের অনেক মানুষ কে হত্যা করেন, এছাড়া অনেক মা বোন ধর্ষিত হতে হয়েছে। আমরা তার শাস্তির দাবি জানাচ্ছি। সমাবেশ শেষে তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল করে অনুষ্ঠান সম্পন্ন হয়।