
আমার প্রাণপ্রিয় বড়হাতিয়াবাসি,
আচ্ছালামুয়ালাইকুম ওরাহমাতুল্লাহী ওবারকাতাহু।
আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর অশেষ রহমতে ও দয়ায় ভালো আছি।
প্রিয় বড়হাতিয়ায় আমি ছোটবেলা থেকেই বাবার অসুস্থতার কারণে দায়িত্ব পালন করে আসছি।সকলের স্নেহ ও ভালোবাসায় সিক্ত ছিলাম বরাবরই। আমি আমার বাবার ৮ বছর দায়িত্ব পালন করছি এবং আমি দুইবার নির্বাচন করে ১০ বছর দায়িত্ব পালন করছি দায়িত্ব পালনকালে, আমার কথায় ও কাজে কেউ কোনদিন কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন।
বড়হাতিয়াবাসী আমার অন্তরে ছিল, আছে এবং থাকবো আজীবন (ইনশাআল্লাহ)।
বড়হাতিয়াবাসীর কল্যাণ কামনা করি সবসময়ের মত।
আমি অতীতের ন্যায় আপনাদের যেকোন কাজে বা সুখে-দুঃখে পাশে থাকবো (ইনশাআল্লাহ)।
আমি সব সময়ের মত আল্লাহর উপর আস্ত্বা ও বিশ্বাসী যেকোন পরিস্থিতিতে আমি তাঁরই সাহায্য প্রার্থনা করি। আল্লাহর ইশারায় এই জাহানের প্রতিটি মুহুর্ত পরিচালিত হয়, তাই আমার নিঃশ্বাসে ও বিশ্বাসে আল্লাহ ছাড়া কোন উপায়দাতা নেই।
আল্লাহ সবাইকে সুস্থ ও সুন্দর রাখুক, আমার জন্যে দোয়া করবেন। আমিও সকলের জন্য দোয়া করছি।
মা’আচ্ছালাম,
আপনাদের স্নেহের মোহাম্মদ জুনাঈদ।