
নিজস্ব প্রতিনিধি : বোয়ালখালীতে পৃথক পৃথক দুর্ঘটনায় শিশুসহ ২জনের মৃত্যু হয়েছে। এতে ডোবায় পড়ে মিশকাত (৩) নামের ১ শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আকুবদণ্ডী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মিশকাত একই গ্রামের মো. রিপনের ছেলে। দুই সন্তানের মধ্যে সে ছোট ছেলে বলে জানা যায়।
শিশুটির বাবা মো. রিপন বলেন, সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের ১টি ডোবায় পড়ে যায় মিশকাত। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. খায়রুন মারজান বলেন, মিশকাত নামের এক শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
অপরদিকে,
বোয়ালখালীতে সিএনজিচালিত টেম্পো ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মো. সাইমন (১৫) নামের ১ কিশোরের মৃত্যু হয়েছে। আজ (১৩ ডিসেম্বর) শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার আরাকান সড়কের রায়খালী ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইমন পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড চরখিজিরপুর গ্রামের মৃত নুর কাদেরের ছেলে বলে জানা যায়।
স্থানীয়রা বলেন, ব্যাটারিচালিত ইজিবাইকটি আরাকান সড়কের শাকপুরা থেকে গোমদণ্ডী ফুলতলের দিকে যাওয়ার পথে রায়খালী ব্রীজের জঙ্গা তালুকদার পাড়ার গেটের সামনে বিপরীতমুখী সিএনজিচালিত টেম্পোর সাথে (চট্টমেট্রো-চ ০৫০৬৩) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালক সাইমন ঘটনাস্থলে মারা যায়।
বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ার সাংবাদিকদের বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।