কেক কেটে শুভ উদ্বোধন করছেন অতিথিবৃন্দরা
নিউপিউচার টেলিকম এ, কেক অর্ডার নেয়ার উদ্দ্যােগ নেয়া হয়েছে। এব্যাপারে আজ ০৭ ডিসেম্বর ২০২৪ইং, শনিবার নিউপিউচার টেলিকম এর প্রোপ্রাইটর মেহেরাজ হোসাইন চৌধুরীর উদ্দ্যােগে কেক কাটার মাধ্যমে এ উদ্দ্যােগের শুভ উদ্বোধন হয়। চট্টগ্রাম আতুরারডিপু নূর টাওয়ারের (২য়) তলায়, রাত ৯ ঘটিকার সময় এ অনুষ্ঠান অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের খবর ডট কম এর প্রকাশক ও সম্পাদক মো: গিয়াস উদ্দিন, বিশেষ অতিথির মধ্যে ছিলেন-মো: আবির, মো: তানভীর ও মিজবাহ উদ্দিন। অর্ডার নেয়া কেক তৈরি কারি মোছাম্মৎ আয়েশা,শায়েদা আক্তার তারিম ও প্রিয়ান্তীসহ আরো অন্যান্য অতিথিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। মেহেরাজ হোসেন চৌধুরী জানান, আমার টেলিকম ব্যবসার পাশা-পাশি আমি অপর একটি সাইড ব্যবসা হিসেবে বিভিন্ন অনুষ্ঠানের কেক অর্ডার নেয়ার উদ্দ্যােগ নিয়েছি, আজ থেকে উল্লেখিত এলাকাসহ সর্বত্রের লোকজন আমার নিকট উন্নতমানের কেকের অর্ডার করতে পারবেন। আমি ও আমাদের কেকগুলোর মান ভাল এবং আরো ভাল করার জন্য চেষ্টা অব্যাহত থাকবে আমাদের। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি। যোগাযোগ- 01909-৫৩ ৯৭ ৮৫.