যুব এশিয়া কাপ ক্রিকেট পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : আগুন ঝরা বোলিংয়ে লক্ষ্যটা নাগালে রাকলেন ইকমাল হোসেন ইমন, মারুফ মৃধারা। পরে ব্যাট হাতে ঝড় তুললেন অধিনায়ক আজিজুল হাকিম। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে উড়িয়ে যুব এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে উঠে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলও।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আসরের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ১১৭ রানের ছোট্ট লক্ষ্য ২২.১ ওভারেই পেরিয়ে যায় টাইগার জুনিয়ররা।

টানা দ্বিতীয় শিরোপা জয়ের অভিযানে রোববার ফাইনালে বাংলাদেশ লড়বে ভারতের বিপক্ষে।

দিনের দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৭ উইকেটে হারায় ভারত অনূর্ধ্ব-১৯ দল। লঙ্কানদের দেওয়া ১৭৩ রানের লক্ষ্য ২১.৪ ওভারেই পেরিয়ে যায় দলটি। ৩৬ বলে ৬৭ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরা হন কদিন আগে আইপিএলে কোটি টাকায় দল পাওয়া ১৩ বছর বয়সী ওপেনার বৈভাব সুরিয়াভানশি।

লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ২৮ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় দলটি। ১৪ বলে শূন্য রানে আউট হন কালাম সিদ্দিকি, ২৫ বলে ১৭ রানে জাওয়াদ আবরার।

এরপর মোহাম্মদ শিহাব জেমসকে নিয়ে ৫৭ রানের জুটি গড়েন আজিজুল। জেমস ৩৬ বলে ২৬ রান করে বিদায় নিলেও রিজান হোসেনকে সাথে করে দলকে ফাইনালে তুলেই মাঠ ছাড়েন দলপতি আজিজুল।

অধিনায়কের উত্তাল ব্যাট থেকে আসে ৪২ বলে ৭ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৬১ রান। বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনিই।

বাংলাদেশের জয়ের ভীত রচনা করে দেন মূলত ইকবাল ও মারুফ। ৭ ওভারে ১ মেডেনসহ স্রেফ ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন ডানহাতি পেসার ইকবাল। বাঁহাতি পেসে ৬ ওভারে ২৩ রান দিয়ে ২টি শিকার ধরেন মারুফ।

টসে জিতে বল বেছে নেওয়া বাংলাশের হয়ে উইকেট শিকার উৎসবের শুরুটা করেছিলেন মারুফই। দলীয় প্রথম ওভারেই ফেরান উসমান খানকে। নিজের পরের ওভারে আরেক ওপেনার শাহজাইবকেও শিকারে পরিণত করেন মারুফ। দুই ওপেনারের কেউই রানের খাতা খুলতে পারেননি।

এরপর মোহাম্মদ রিয়াজুল্লাহ ও অধিনায়ক সাদ বেগের ব্যাটে ৪২ রানের জুটি পায় পাকিস্তান। ৪১ বলে ১৮ রান করা সাদকে বিদায় করে জুটি ভেঙে এরপর শুরু করেন ইকবাল। ৬৫ বলে ২৮ রান করা রিয়াজুল্লাহও ইকবালের শিকার। এই দুজনের মাঝে রান আউট হন নাভিদ আহমেদ খান।

২ উইকেটে ৪৯ থেকে ৭৯ রানে যেতে আরও ৪ উইকেট হারায় পাকরা। এরপর হারুন আরশাদ ও ফারহান ইউসুফ প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ৩২ বলে ৩ ছক্কা ও ১ চারে সর্বোচ্চ ৩২ রান করা ফারহারকে ইবকালের হাতে ক্যাচ বানিয়ে সেই প্রতিরোধ ভাঙেন দেবাশিষ দেবা।

৩ রানে শেষ ৪ উইকেট হারায় পাকিস্তান। এর দুটিই নেন ইকবাল। আরশাদকে বোল্ড করেন আল ফাহাদ। অন্যজন হন রান আউটের শিকার। ৩৭ ওভারে শেষ হয় পাকিস্তানের ১১৬ রানের ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান অনূর্ধ্ব-১৯: ৩৭ ওভারে ১১৬ (উসমান ০, শাহজাইব ০, রিয়াজউল্লাহ ২৮, সাদ ১৮, নাভিদ ২, হারুন ১০, ফারহান ৩২, ফাহাম ৮*, উমার ১, সুবহান ০, রাজা ০; মারুফ ৬-০-২৩-২, ফাহাদ ৮-০-২৩-১, রিয়াজ ৮-২-১৩-০, ইমন ৭-১-২৪-৪, সামিউন ৫-০-১৫-০, আজিজুল ১-০-১১-০, দেবাশিস ২-১-৭-১)।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ২২.১ ওভারে ১২০/৩ (জাওয়াদ ১৭, কালাম ০, আজিজুল ৬১*, শিহাব ২৬, রিজান ৫*; রাজা ৯-৩-৪০-১, উমার ৫-১-৩৬-০, সুবহান ৫-০-২৭-১, নাভিদ ৩.১-০-১৩-১)।

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৭ উইকেটে জয়ী।

ম্যান ব দা ম্যাচ: ইকবাল হোসেন ইমন।ই

মন্তব্য করুন