
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
আমি মো. গিয়াস উদ্দিন, জম্ম থেকে সাতকানিয়া উপজেলাধীন সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা ৮ নং ওয়ার্ডে আমার নিজস্ব জায়গায় সুনামের সহিত উক্ত জায়গায় বাড়ি-ভিটা ও নিজ মার্কেটে নিজস্ব গিয়াস ডিপার্টমেন্টাল স্টোর নামে ব্যবসা প্রতিষ্ঠা আছে।
পূর্বে থেকে পেশা হিসেবে সাংবাদিকতা বা দায়িত্ব পালন করে সুনামের সহিত বসবাস করে আসছি। এলাকার কিছু অপরাধীদের অপকর্মের বিষয় আমি আমার পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে প্রকাশ করি। উক্ত বিষয় নিয়ে উক্ত চাঁদাবাজ ও সন্ত্রাসীরা আমার নিকটও চাঁদা আদায় চেষ্টা করে। আমি তাদেরকে চাঁদা দিত অপারগতা প্রকাশ বা না দিলে আমাকে এলাকা থেকে চলে যাওয়ার জন্যস। বিভিন্ন হুমকি দেন। উক্ত বিষয় নিয়ে আমি আইনের আশ্রয় নিয়ে মাননীয় আদালতে মামলা করি। যার নং-৪১/২২ইং, চীফ জুডিশিয়াল নং-৩০৮/২২ইং, ৩৬৪/২২ইং, ৩৮৮/২২ইং, ৫০২/২২ইং, ৫৩২/২২ইং, সাধারণ ডায়েরী নং-১৩৪১/২২ইং, বায়োলেশন মামলা নং-৪৮/২৩ইং, ৪১৬/২৩ইং দায়ের করি। উক্ত চাঁদাবাজগং বা অপকর্মকারিরা আমাকে হেউপ্রতিপন্ন ও মানক্ষুন্ন করে প্রকৃত ঘটনাকে অন্যদিকে প্রভাভিত করার জন্য আমি ভূমিদস্য, চরিত্রহী, নেশাখোরসহ বিভিন্ন শিরোনামে কয়েকটি অনলাইন পোর্টাল ও ইউটুব মিডিয়াসহ পেইজবুকে সংবাদ প্রকাশিত হয়েছে। যা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। আমি প্রকাশিত উক্ত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানাই। একটি মহল দীর্ঘদিন ধরে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক, আর্থিক এবং আমাকে এলাকা ছাড়া করে আমার উক্ত সম্পদ ভোগদখল করে আমাকে ক্ষতি-গ্রস্ত করার পায়তারা করছে। বিশেষ করে আমার প্রতিপক্ষরা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে আমার নামে অপপ্রচার ও মিথ্যাচার করছে। সংবাদটিতে প্রতিবেদক সুনির্দিষ্ট ঘটনার অভিযোগ উপস্থাপন করতে পারেনি। বরং মনগড়া তথ্য দিয়ে তার পত্রিকায় অপপ্রচার চালিয়েছে।
যা সম্পূর্ণ মিথ্যা। আমাকে প্রশ্নবিদ্ধ করতে সু-পরিকল্পিত ভাবে নামে বেনামে ভূয়া ও ভূইফোর ফেসবুক পেইজসহ পত্রিকায় আমার সুনাম ক্ষুন্ন করার অপপ্রয়াস চালাচ্ছে। তারই অংশ হিসেবে দৈনিক প্রতিদিনের কাগজ ও দৈনিক গণমুক্তি পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি এই মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।