কুমিল্লা থেকে চট্টগ্রামে বিয়ে করতে এসে গণধর্ষণের শিকার তরুণী, আবুল কালাম গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের খুলশীতে প্রেমিককে একটি কক্ষে বেঁধে রেখে প্রেমিকাকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ১জনকে আটক করে পুলিশে দিয়েছেন ছাত্রজনতা। গণধর্ষণের শিকার তরুণীর বয়স ২৬।

গতরাত সোমবার ৯টার দিকে খুলশী এলাকায় এ গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত আবুল কালাম (২৮) নামে ১ যুবককে নগরীর খুলশী থানাধীন ঝাউতলা বিজিএমইএ ভবনের সামনে থেকে আটক করা হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।

জানা যায়, প্রেমিক-প্রেমিকা ২জনের বাড়ি কুমিল্লায়। তারা দুজনেই কুমিল্লা থেকে পালিয়ে বিয়ে করার জন্য চট্টগ্রামে এসেছিলেন বলে তানভীর নামে ১ প্রত্যক্ষদর্শী যুবক জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিএমপি খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবুর রহমান।

তিনি জানান, ‘খুলশীতে গণধর্ষণের ঘটনায় ১ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।আ

মন্তব্য করুন