নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ ২৬ বছর ২মাস পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নাছির উদ্দিন চৌধুরী প্রকাশ শিবির নাছির।
রোববার (১১ আগস্ট) বিকালে কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক থেকে বের হন তিনি।
সূত্রে, মুক্তির বিষয়টি নিশ্চত করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহীম।
নাছিরের আইনজীবী অ্যাডভোকেট মনজুরুল হক আনসারী বলেন, ২৬ বছর পর নাছির কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
নাছির যখন গ্রেপ্তার হয়েছিল, তখন তার বিরুদ্ধে ৩৬টি মামলা ছিল। তার মধ্যে ৩টি মামলা চলমান রয়েছে। ২টি মামলায় কারাদণ্ড হয়েছিল, সেটার সাজা শেষ হয়েছে।আ