
বরাবর
অফিসার ইনচার্জ
কোতোয়ালী থানা,
চট্টগ্রাম।
বিষয়ঃ সাধারণ ডায়েরীর জন্য আবেদন।
মো: গিয়াস উদ্দিন (৪২),পিতা-মৃত-আবদুল মাবুদ, শাহমজিদিয়া মার্কেট, বারদোনা, সাতকানিয়া,চট্টগ্রাম।
বিবাদীগণ :
১। মো: আলি পিতা- মৃত: নজির আহমদ, ৮নং ওয়ার্ড, খিতামুল্লাহ পাড়া, বারদোনা, সাতকানিয়া, চট্টগ্রাম।
২। আব্দুর ছফুর ড্রাইবার (মেম্বার) পিতা-মৃত-ছিদ্দিক মাঝি, ঐ।
৩। হারুন ড্রাইবার পিতা- ফরিদুল আলম, সাং-ঐ।
৪। লুৎফর রহমান পিতা-মৃত-আমিন শরীফ, সাং-ঐ।
৫। সোলেমান পিতা-ঐ।
৬। জসিম উদ্দিন পিতা- চোবহান, সাং-ঐ।
৭। আরেফা বেগম পিতা-আব্দুল মজিদ, সাং-ঐ।
৮। তছলিমা আক্তার মাতা- আরেফা বেগম, সাং-ঐ।
৯। চম্পা আক্তার পিতা-কবির আহমদ, সাং-ঐ।
৮নং ওয়ার্ড, বারদোনা,সর্ব থানা-সাতকানিয়া,জেলা-চট্টগ্রাম।
১০। নাজিম ড্রাইবার পিতা- মৃত: ইউনূচ ড্রাইবার, ৭নং ওয়ার্ড, সাং-ঐ।
১১। মাঈন উদ্দিন পিতা-ঐ।
১২। শাহাদত হোসেন (রিজভী) পিতা- ঐ।
১৩। নাছির উদ্দিন পিতা-মৃত-ইউনুচ, সাং-ঐ।
১৪। রোজিনা স্বামী-নাজিম ড্রাইবার।
৭নং ওয়ার্ড, বারদোনা, সর্ব থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম।
জনাব, বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী একজন সংবাদকর্মী হই। আমি চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন ১৬ সাতকানিয়া সদর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ও বারদোনা গ্রামের খিতামুল্লাহ পাড়ার মৃত আব্দুল মাবুদ ও মমতাজ বেগমের একমাত্র ছেলে। দীর্ঘ বছর ধরে সাংবাদিকতা পেশায় কাজ করে আসছি। পেশার পাশাপাশী পরিবার নিয়ে অর্থনৈতিক সচ্ছল ভাবে চলার জন্য আমার মা ও নানার সম্পূর্ণ প্রাপ্ত সত্ত দানমুলে পাওয়া জায়গার একাংশের উপর ঘরবাড়ী নির্মান করি। বাকী জায়গার উপর দোকানঘর নির্মান অবশিষ্ট জায়গায় চাষ করে নিজেই পরিচালনা করি। গত ২০২০ইং হইতে আরেফা বেগমসহ বিবাদীগণ আমার অর্থবিত্ত ও সম্পদের প্রতি ঈর্ষান্বিত হয়ে আমার জায়গা দখলের পায়তারা করে আসছিল।
আমার উক্ত জায়গা দখল করে আত্নসাৎ করার জন্য এলাকার অসাধু লোকজন নিয়ে চাঁদা দাবিসহ নানামুখি ষড়যন্ত্র করে। উক্ত বিষয়ে আরেফাগং এর বিরুদ্ধে আইনের আশ্রয় নিয়ে সাতকানিয়া সিনিয়র সহকারি জজ আদালতে অপর মামলা নং- ৪১/২০২২ইং দায়ের করি। এরপর মামলা থাকা সত্বেও আমার জায়গা জোরপূর্বক দখল করতে এলাকার উক্ত ভাড়াটিয়া লোকজন নিয়ে হামলা চালায়।
উক্ত বিষয়ে চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সি আর মামলা নং- ৩০৮, জিডি নং হচ্ছে- ১৯৯/২০২২ইং, ৩৬৪/২০২২ইং, ৩৮৮/২০২২ইং, ৫৩২/২০২২ ইং, সাতকানিয়া থানার জিডি নং-১৩৪১/২০২২ ইং,কোর্ট জিডি নং-২৬৬/২০২৩ইং দায়ের করি। এদিকে ৫৩২/২০২২ইং মামলার প্রতিবেদন মাননীয় আদালতে প্রেরণ করলে মাননীয় বিচারক আসামী চম্পার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। দীর্ঘ ১ মাস পলাতক থাকার পর, গত ২২ মে ২০২৩ ইং চম্পা আক্তার আদালতে জামিন চাইলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করে। এতে চম্পা ১৫ দিন কারাভোগ করার পর জামিনে বের হয়। বর্তমানে মামলাগুলি বিচারাধীন আছে। জামিনে বের হওয়ার পর থেকে চম্পা আমাকে ফাঁসানোর জন্য এবং এলাকা ছাড়া করার জন্য নানা অপকর্ম করে। উক্ত অপকর্মের সংবাদ ধারাবাহিকভাবে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়। এদিকে আরেফা ও চম্পাগং আমাকে উচ্ছেদ করে আমার জায়গা সম্পদ ও পাওনা টাকা আত্নসাৎ করতে তাদের একমাত্র উদ্দেশ্য। অপরদিকে সি আর মামলা নং-৩৮৮/২২ইং মামলার ওয়ারেন্টভূক্ত ২ আসামীকে গত ২ আগষ্ট ২০২৩ইং মো: আলী ও হারুন ড্রাইবারকে গ্রেফতার করে থানা পুলিশ। তারা জামিন নিয়ে এদিকে গত ৭ আগষ্ট আরেফা ও চম্পার ভাড়াটিয়া অন্যান্য আসামীরা আমার বাড়ি ঘরে হামলা, লুটপাট, চুরি ও আমাকে হত্যার উদ্দেশ্য অপহরণ করে। এতে আমিসহ ৩ জন আহত হই, থানা পুলিশের সহযোগিতায় প্রাণে রক্ষা পায় আমি। সে ব্যাপারেও আরেকটি মামলা করি, যার নং- ৪১৬, তাং- ১৪/০৮/২০২৩ইং। এখন তারা আক্রোসে আমাকে বিভিন্ন প্রকার হয়রানি ও মামলায় জড়িয়ে আমার জীবনকে অতিষ্ঠ করার চেষ্টা করছে। আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি ও চেষ্টা করে যাচ্ছে।
আমার দায়েরকৃত নং-৪১৬/২০২৩ইং মামলার ধার্য্য তারিখ ছিল গত ২৩ জুন ২০২৪ইং। উক্ত মামলার ১৫জন আসামিদের মধ্যে ১৪জন হাজির ছিলেন, অপর ১জন আব্দুল করিমের জন্য গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন মাননীয় আদালত। এতেও ক্ষিপ্ত ও পূর্বের পরিকল্পনানুযায়ি বিবাদীগণ হাজিরা দেয়ারপর বের হয়ে আমাকে আটক করে হামলা বা পুনরায় অপহরণ করার চেষ্টা করে। আমি টের পেয়ে কোন রকম সরে আমার উকিল সৈয়দ নজরুল ইসলামের চেম্বার এনেক্স-১/ ১২৫ নং রুমে ডুকে পড়ি। আসামিগণ সেখানে গিয়েও আমাকে খুজ করে এবং আমাকে জোরপূর্বক বের করতে চাই। আমার উকিল, মুন্সী ও আমার বন্ধু মো: ছরওয়ারের বাধায় তারা আমাকে হামলা বা অপহরণ করতে পারে নাই। পরে আমার সম্পাদক সাহেব লায়ন মাওলানা মো: ইউসূফ স্যার ও তাহার বন্ধু সাংবাদিক মুজিবসহ সহপাটিরা এসে আমাকে তাহাদের সাথে সরিয়ে আনে।
বর্তমানে বাড়ি ঘর ছেড়ে আমি ও আমার পরিবারের লোকজন অন্যত্র মানবেতর জীবন যাপন করতেছি। উল্লেখিত আসামিদের জন্য আমি, আমার পরিবার ও আমার সাক্ষীরা হুমকি-দমকিয়ে কেউ স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেনা এবং আমিও এমনকি আদালতে পর্যন্ত আসতে পারছিনা। এমতাবস্থায় কোন উপায়ান্তর না পেয়ে উপরোক্ত ডায়েরীখানা দায়ের করছি।
অতএব, কৃপাবিতারনে আমার ডায়েরীখানা গ্রহনপূর্বক আইনগত ব্যবস্থা নিলে আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকিব।
নিবেদক-
মো: গিয়াস উদ্দিন
বারদোনা,সাতকানিয়া চট্টগ্রাম।
01811-587760