পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তারাকান্দ উপজেলাবাসী ভাই-বোন আত্মীয় স্বজন শুভাকাঙ্খী সকল জাতি ধর্মের সকল শ্রেণী পেশার মানুষকে পবিত্র ঈদুল আযহা র শুভেচ্ছা জানিয়েছেন- দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার উপজেলা প্রতিনিধি, শামীমা পাঠান।
এক বিবৃতিতে বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তারাকান্দ উপজেলাসহ পুরো মুসলিম জাহানের সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।
তিনি বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নেক বান্দাদের জন্য ঈদুল আযহা হলো আনন্দময় পুরস্কার।
তিনি সবাইকে, সকল ভেদাভেদ ভুলে গিয়ে এবারের ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি। সেইসাথে সমাজের বৃত্তবানদের প্রতি আহ্বান জানান সবার উচিত অসহায়-গরীবদের পাশে দাঁড়ানোর, তাদের যথাসাধ্য সাহায্য করা। যাতে তারাও আনন্দ-উল্লাসের সঙ্গে খুশীর এই ঈদ উদযাপন করতে পারে।
আসুন, সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ-গোত্র জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পারিক সহযোগিতার মধ্যে দিয়ে পবিত্র ঈদুল আজহার খুশি ভাগাভাগি করে নিই।
পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি- মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি, দুঃখ-জরা। সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক প্রতিটি মানবের উপর।
শুভেচ্ছান্তে-
শামীমা আক্তার (পাঠান)
উপজেলা প্রতিনিধি :দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকা।
তারাকান্দ, জেলা-ময়মনসিংহ।