লোহাগাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান: ৪ দোকানিকে জরিমানা

অনলাইন ডেস্ক:
লোহাগাড়ায় পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

এসময় নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য, মূল্য তালিকা, মজুদ ইত্যাদি তদারকি করা হয়। এ সময় মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ না করায়, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায়, ভাজা পুরনো তেল সংরক্ষণ রাখায় ৪টি দোকানে ৪ জনকে ১১ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।

১৯ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলার আমিরাবাদ এবং আধুনগর বাজারে উক্ত ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।

এ সময় ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী এবং আনসার ব্যাটালিয়ান এর সদস্যরা ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে সহযোগিতা করেন।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল সাংবাদিকদের বলেন, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ না করায়, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায়, ভাজা পুরনো তেল সংরক্ষণ রাখায় ৪টি দোকানে ৪ জনকে ১১ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন