নিউজ ডেস্ক

রংপুরের পীরগাছায় প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান।

সেলিম চৌধুরী বিভাগীয় প্রধান, রংপুর:
রংপুরের পীরগাছায় প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী -২০২৪ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৮ই এপ্রিল সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন এর সভাপতিত্বে
রংপুরের পীরগাছায় প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৪ ফিতা কেটে উদ্বোধনী অনুষ্ঠানের মেলা শুরু করা হয়।
ডাঃ মোঃ তৌহিদুল ইসলামের সঞ্চালনায়,
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের আয়োজনে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৪ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ট্রেনিং অফিসার ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান জেলা প্রাণীসম্পদ দপ্তর রংপুর। আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতিসান প্রিতি, উপজেলা প্রাণী সম্পদের কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সালাম, কৃষিবিদ উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা ভেটেরিনারি সার্জন মোহাম্মদ আলী,
রংপুর জেলা পোল্ট্রি খামারের সহ- সভাপতি খালিদুর রহমান স্বাধীন, উপজেলা পোল্ট্রি শিল্প মালিক সমিতি সভাপতি জাহাঙ্গীর আলম জালাল, সাধারণ সম্পাদক এটিএম মোজাহিদুল ইসলাম মিলন, পীরগাছা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফিজার রহমান রেজা, কান্দি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছালাম আজাদ জুয়েল, ইটাকুমারী ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাশার, এসময় আরও উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নের গরু -ছাগল সহ বিভিন্ন জাতের পশু-পাখি ও হাঁস-মুরগি খামারীরা এবং প্রদর্শনীতে প্রাণীর সবকিছু উপকারীতা বর্ণনা করা হয়। বক্তব্যে সকলে প্রাণী সম্পদের ব্যাপারে জনসচেতনতা মূলক কর্মকাণ্ডের জন্য জোরদার করার জন্য উদ্বোধ্য করেন এবং সবশেষে খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on email

মন্তব্য করুন