নিউজ ডেস্ক

এ জীবনে কিছু ভুলের সমাহার,

এ জীবনে কিছু ভুলের সমাহার,

কারিমা খাঁন দুলারী,
খুলনা জেলা ফুলতলা।

কষ্টের অনুভূতিতে এ হৃদয় হয়েছে পাহাড় সমান ভার
রাগ অভিমান ভুলে আমি হতে চাইনা জীবনে তার।
আমি তো আবেগ অনুভূতিতে রেখে ছিলাম তারে
দুর থেকে সে কেনো বিষাক্ত তীর ছুঁড়ে মারে অন্তরে।
এই অভিমানের পাহাড়টা পাথর হয়ে চেপে আছে বুকে
স্মৃতি বিজড়িত হয়ে বারে বার কাঁদে অধীরে ধুঁকে ধুঁকে।

এ জীবন ভরে কিছু ভালোবাসা এলো রঙিন স্বপ্ন এঁকে
মন ভোলানো খেলা ঘরে সংগ্রাম করে যায় জীবনে কে।
কত চলে এ জীবনে ছেলে মানুষী অবিরাম নিয়ে ভাবনা
আমি চলে এসেছি যে অগ্র প্রান্তে কেউ তো জানেনা।
এ জীবন আর মাতোয়ারা হবে না একটু সুখের আশায়
হৃদয়াকাশ কালো মেঘ জমে নয়নে অশ্রু বারিধারায়।

তবুও কত স্মৃতি রবে মনের অনুভূতির ভালোবাসায়
অবিরাম অন্তহীন মন মরীচিকা হয়ে ছোটে হিমালয়।
আজ মোর একাকীত্ব পথ চলা নিদারুণ খুব কষ্ট কর
এ জীবন খুবই ছোট্ট যেন শেষ নেই গল্প কাহিনীর হার।
মনের অন্তরালে অতল গহ্বরে তলিয়ে যায় এ জীবন
নেই হৃদয়ে আগের মত কোনো অনুশোচনার সেই মন।

সেই মিথ্যে ভালোবাসায় সিক্ত হয়ে করি কত পাগলামী
নই তো আমি কারো আদালতের দোষী ব্যক্তি আসামি।
আমি খুব সাবধানতায় বেড়া জাল ছিঁড়ে ফিরে এলাম
এ দুই নয়নে অশ্রু ঝরে বিনিময়ে অর্জিত কি পেলাম।
ভাবিনি হতে পারে জীবনে কিছু ভুলের জন্য সমাহার
আজ নিজে হয়েছি খুব গুরুত্বপূর্ণ হতে চাইনা তাঁর

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
Share on email

মন্তব্য করুন