খবর ডেস্ক :
ভোলায় নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক যুগান্তর ২৫ বছরে পদার্পণ উৎসব পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় ভোলা প্রেস ক্লাবের হলরুমে আলোচনা সভা, কেক কাটা, দোয়া মোনাজাত ও কুরআনখানি অনুষ্ঠিত হয়েছে।
এসএম বাহাউদ্দিনের উপস্থাপনায় ভোলা প্রেস ক্লাবের সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন যুগান্তরের স্টাফ রিপোর্টার এম হেলাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আরিফুজ্জামান।
এ সময় আরও বক্তব্য রাখেন- ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক আলোমগীর হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল কুমার শীল, ভোলা সদর সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আলী সুজা, প্রবীণ সাংবাদিক এম এ তাহের, আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ।
পরে আলোচনা শেষে যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত ও কুরআনখানি অনুষ্ঠিত হয়।
এ সময় বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।