
খবর ডেস্ক :
আনোয়ারা উপজেলায় আগুনে ৮ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
রবিবার (৩১ ডিসেম্বর) সন্ধা ৭টায় উপজেলার বারশত ইউনিয়নের কালিবাড়ি হিন্দুপাড়া এলাকার তফসিরো বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন, স্থানীয় বংশি নাথ, গরঙ্গ মোহন নাথ, দিলীপ কুমার নাথ, কাজল নাথ, প্রকাশ নাথ, লিটন নাথ, দিপন নাথ ও সণ্জু বালা দেবী।
ক্ষয়ক্ষতির বিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের সাব অফিসার মংসুইনু মারমা জানান, সন্ধ্যায় খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। আগুন লেগে আনুমানিক ৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।