বাঁশখালীর এম‌পি মোস্তাফিজের বিরুদ্ধে ইসির মামলা

খবর ডেস্ক :
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও সাংবাদিককে মারধর-নাজেহালের অপরাধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে বাঁশখালী উপ‌জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হারুন মোল্লা বাদী হয়ে মামলাটি করেন।

মামলার ব্যাপারে চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং সাংবাদিকদের নাজেহালের অপরাধে নির্বাচনী আচরনবিধি আইনের ৮(খ) ধারায় মোস্তাফিজুর রহমান চৌধুরীর নাম উল্লেখ করে অজ্ঞাত ২০ থেকে ৩০ জনকে আসামি করে আদালতে মামলার আবেদন করা হয়।

আদালত ফৌজদারী কার্যবিধি ২০০ ধারায় বাদী মোঃ হারুন মোল্লার জবানবন্দি গ্রহণ করে ও রিটার্নিং অপরাধ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেন।

আগামী ৩ জানুয়ারির মধ্যে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। এ‌দিকে মামলার ব্যাপারে মামলার বাদী বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হারুন মোল্লা বলেন, নির্বাচন ক‌মিশনের নির্দেশে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করা হয়েছে।

মামলায় ১জনের নাম উ‌ল্লেখ এবং অজ্ঞাত ২০ /৩০ জনকে আসামি করা হয়েছে ।

মন্তব্য করুন