
মোহাম্মদ আব্বাস উদ্দিন :
নেপালের রাজধানী কাঠমান্ডতে অনুষ্ঠিত নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি ও এশিয়ান বিজনেস পার্টনারশীপ সামিট এর যৌথ উদ্যেগে আয়োজিত অনুষ্ঠানে পর্যটন শিল্পের বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ “নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশীপ এ্যাওয়ার্ড-২০২৩ ” কৃতি সম্মাননা অর্জন করেন হোটেল সী ওয়ার্ল্ড ও বাশার গ্রুপের চেয়ারম্যান এন্ড সিইও, দেশবরেণ্য শিল্পোদ্দ্যাক্তা আলহাজ্ব আবুল বশর আবু।
গত ২৩ নভেম্বর বৃহস্পতিবার কাঠমান্ডুর হোটেল থামেল পার্ক অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক বনার্ঢ্য অনুষ্ঠানে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি নেপালি কংগ্রেসের সাধারণ সম্পাদক দিনা উপাধ্যায়া সহ মঞ্চে উপস্থিত অতিথিরা আলহাজ্ব আবুল বশর আবুকে সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নেপাল সরকারের পানি, শক্তি ও সেচ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী তক্ষিথা বাহাদুর লামা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলবায়ু, পরিবেশ ও প্রযুক্তি বিযয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী গনেশ সাহা, পিপলস প্রোগ্রোসি পার্টির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শিবাজী ইয়াদব, বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামরুল ইসলাম চৌধুরী।
নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটির উপদেষ্টা ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. বিকর্ণ কুমার ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান বিজনেস পার্টনারশীপ সামিট এর পরিচালক গোলাম ফারুক মজনু এবং নেপালের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন জ্যােতি কারকি।