
নিজস্ব প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসি অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদ পুনর্বাসন, শিক্ষার্থীদের সঙ্গে বিমাতা সুলভ আচরণ এবং শিক্ষকদের অপদস্ত করার কারণে তার পদত্যাগ দাবি করা হয়েছে।
রোববার (৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। এরপর ভিসির পদ্যতাগ চেয়ে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে ছাত্রনেতা সুজয় শুভ বলেন, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন দাবি জানিয়ে আসছিল। ভিসি আমাদের আশ্বস্ত করেছিলেন তিনি দাবি মেনে নেবেন। কিন্তু আজকে সংবাদ সম্মেলন করে যা বলেছেন তাতে দেখা গেল শিক্ষার্থীদের কোনো দাবি তিনি মেনে নেননি। উল্টো শিক্ষার্থীদের মুচলেকা দিয়ে মামলা ও সাধারণ ডায়েরি থেকে নাম বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
আমরা স্পষ্ট করে বলতে চাই- নতুন স্বপ্ন নিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হয়েছে। কিন্তু ভিসি অধ্যাপক ড. শুচিতা শরমিন দায়িত্ব নিয়ে বিভিন্ন পদে ফ্যাসিবাদের লোকদের বসাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের একমাত্র অধ্যাপক ড. মুহসিন উদ্দিনকে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য পদ থেকে অপসারণে যে ভাষায় নোটিশ দিয়েছেন তা ভিসি হিসেবে তিনি পারেন না। এমনকি এ ঘটনায় তিনি একবার দুঃখও প্রকাশ করেননি। এমন পরিস্থিতিতে অধ্যাপক ড. শুচিতা শরমিনকে শিক্ষার্থীরা উপাচার্য হিসেবে মেনে নিতে পারছে না। আমরা তার পদত্যাগ চাই।
সংবাদ সম্মেলনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এরপরে তারা ক্যাম্পাসে ও মহাসড়কে উপাচার্যের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভে ‘দফা এক দাবি এক, ববি ভিসির পদত্যাগ’ ‘এক দফা এক দাবি, ভিসি তুই কবে যাবি’ ‘এক দুই তিন চার, ভিসি তুই গদি ছাড়’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।ই