২২ দেশের নারী পুলিশের সমন্বয় করবেন এআইজি শামীমা

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক নারী পুলিশ এসোসিয়েশন (আইএডব্লিউপি) এর সেন্ট্রাল এবং দক্ষিণ এশিয়ার কো-অর্ডিনেটর নির্বাচিত হয়েছেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) শামীমা পারভীন।

২২টি দেশের নারী পুলিশের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন তিনি। এই দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, ইরান, আফগানিস্তান, ভুটান, কিরঘিজিস্তান, কাজাখাস্তান, শ্রীলংকা, তিব্বত, তুর্কেমিনিস্তান, মালদ্বীপ, উজবেকিস্তান।

সম্প্রতি শামীমা পারভীন বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের ১নং যুগ্ম সম্পাদকও নির্বাচিত হয়েছেন।

এক প্রতিক্রিয়ায় বাংলাদেশ প্রতিদিনকে শামীমা পারভীন বলেন, আমি শুধু আমার কাজটি করে যাচ্ছি। আইএডব্লিউপি কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে বেছে নেয়ার জন্য।বা:প্র।

মন্তব্য করুন