
❤️ সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল ❤️
আলহামদুলিল্লাহ আগামী ২২ ও ২৩ শে ফেব্রুয়ারী ২০২৪ ইং দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় ঐতিহাসিক ৩৩ তম সীরাতুন্নবী সঃ মাহফিল।
(রুপালী সংঘ ও একতা সংঘের যৌথ উদ্যােগে)
ঐতিহাসিক রোজমর পাড়া প্রাইমারি স্কুল ময়দানে ২ দিন ব্যাপী সীরাতুন্নবী সঃ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এইবারের মাহফিল বিভিন্ন পরিস্থিতির কারনে একটু পিছনে পড়েছে, অনেক দেরিতে প্রস্তুতি নিতে হয়েছে। কিছুদিন অনেক ভালো আলেম আমরা ইচ্ছা করলেও দাওয়াত দিতে পারতাম না। আমাদের মাহফিলে অনেক দামী নামকরা আলেম তাশরিক রেখে গেছেন। তারই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ আগামীতে আপনারা অনেক ভালো ভালো আলেম দেখতে পারবেন ইনশাআলল্লাহ।
অনেক চেষ্টার পর আমরা এই বছর এই আলেম ওলামা গুলো কনফার্ম করেছি। সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল। দ্বীন প্রচারের স্বার্থে সবাইকে মাহফিলটি শেয়ার করার জন্য অনুরোধ রইল্। সকলকে মাহফিলের জন্য আন্তরিক দোয়া ও সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
বি:দ্র: মাহফিল উপলক্ষে ২২ শে ফেব্রুয়ারী, বৃহস্পতিবার, সকাল ১০ টা থেকে বিকাল ০২ টা পর্যন্ত চট্টগ্রাম গ্রামীন চক্ষু হাসপাতালের পরিচালনায় ফ্রী চক্ষু সেবার আয়োজন করা হয়েছে। আপনারা যারা সেবা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন।