অনলাইন ডেস্ক:
স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ইফতারের পর সোয়া সাতটার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরেন সাবেক এই প্রধানমন্ত্রী।
এর আগে বুধবার সন্ধ্যার পর হাসপাতালে নেওয়া হয় তাকে। পরীক্ষা-নিরীক্ষার জন্য তিনি হাসপাতালে ভর্তি হন। শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমে তাকে বাসায় আনা হয়।
এদিকে হাসপাতালে নেওয়ার সময় বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বুধবার রাতে হাসপাতালের সামনে সাংবাদিকদের কাছে এই কথা জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়া আপনাদের (সাংবাদিক) মাধ্যমে দেশবাসীকে রমজান মোবারকবাদ জানিয়েছেন। আর আপনাদের মাধ্যমে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রমজানে উনার জন্য দোয়া করতে।
বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা এখন কেমন রয়েছে-এমন প্রশ্নের জবাবে ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ক্রনিক লিভার ডিজিজ, এটি অস্থায়ী চিকিৎসা। লিভার ট্রান্সপ্লান্ট, যেটি মাল্টিডিসিপ্লিনারি সেন্টারে করা সম্ভব। উনার সুচিকিৎসার জন্য বাইরে নিয়ে যেতে পরিবার ও দলের পক্ষ থেকে বারবার সরকারের কাছে বলা হয়েছে। উনি এদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বয়োজ্যেষ্ঠ মানুষ। আর উনার সুচিকিৎসা পাওয়া উনার সাংবিধানিক অধিকার।