ডেস্ক : হাটহাজারী উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর রোড উকিল বাড়ি নিবাসী এডভোকেট শেখ মুহাম্মদ ইউসুফ (৯০) গত রাত নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে ও ৪ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে যান। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
শনিবার (২৮ডিসেম্বর) দুপুর ২টা সময় মরহুমের নামাজে জানাজা আলাওল দীঘি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পার্শ্ববর্তী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মরহুমের নামাজের জানাজায় ইমামতি করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন। জানাজা পূর্ব সমাবেশে বক্তব্যে রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি ড. মুহাম্মদ শামীম উদ্দিন খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, মরহুমের মেঝ ছেলে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক বিজ্ঞান ইনিস্টিটিউটের পরিচালক প্রফেসর আফতাব উদ্দিন, ও এডভোকেট শাহাদাত হোসেন।
উক্ত নামাজে জানাজায় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগরী জামায়াতে এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, ও মোহাম্মদ উল্লাহ, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক, এডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুল ইসলাম, ড.প্রফেসর হাবিবুর রহমান, হাটহাজারী উপজেলার জামায়াতের আমীর ইন্জিনিয়ার সিরাজুল ইসলাম, ডা.জালাল উদ্দীন, চট্টগ্রাম মহানগরী কর্মপরিষদ সদস্য, হামেদ হাসান ইলাহী, শফিউল আলম সোবহানী বিশিষ্ট সমাজ সেবক মুহাম্মদ মোরশেদ প্রমুখ।
মরহুম এডভোকেট শেখ মুহাম্মদ ইউসুফে মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরীর আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী এবং কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন। তাঁকে জান্নাতের আ’লা মাকাম দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন। তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য্য ধারণের জন্য আল্লাহর তাওফিক কামনা করেন।