
মোঃ রবিউল হাসান
তারিখ:২৩-১১-২০২৪ ইং
সব হারিয়ে আজ আমি
হয়েছি অপরাধী।
একটু সুখের আশায় ঘুরে
আজ আমার
জীবন হয়ে গেছে মরুভূমি।
যতটুকু ছিল হাতে
তার চেয়ে বেশি পেতে।
আমার আজ অবস্থা
হয়ে গেছে মরার চেয়েও বেশি।
যেটা ছিল হাতে
সেটাকে ক্ষুদ্র ভেবে,
চলতে গিয়ে পথে
পাথরের আঘাতে
আমার জীবন প্রায় যেন
নিস্তেজ হয়ে গেছে।
ভুল পথকে সঠিক ভেবে
চলাটাই ছিল
আমার বড় বোকামি।
আজ সেই ভুল পথের তরে
হয়েছে গেছি নষ্ট আমি।
সাধ্য ছিল যা
চাইনি আমি
কখনোই তা।
যদি চলতাম
মহাজ্ঞানীদের পথ অনুসরণ করে।
তাহলে আসতো না
এত দুঃখ জীবনে।
হতো না
আমার জীবন কোনো নষ্ট।
দুঃখকে ভুলে গিয়ে
সুখের পিছনে ছুটে।
কাঁটার আঘাত যেন
লেগে আছে
আমার সারা বুকে।
অন্ধকারে থাকে যেমন
কিছু খানি আশার আলো।
আমার জীবনে
সুখের চেয়ে
দুঃখ বেশি যেন।